• ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

দেশ ছাড়লেন মাহিয়া মাহি

Khan Arif
প্রকাশিত জুন ২০, ২০২৫, ১৫:২৯ অপরাহ্ণ
দেশ ছাড়লেন মাহিয়া মাহি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। শেষ বড়পর্দায় দেখে গিয়েছিল ‘রাজকুমার’ সিনেমায় তাকে। হটাৎ জানা গেল, দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছেন অভিনেত্রী। বৃহস্পতিবার (১৯ জুন) সামাজিক মাধ্যমে যুক্তরাষ্ট্রে পাড়ি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী। বৃহস্পতিবার সন্ধ্যায় নিউইয়র্ক পৌঁছেই নিজের ফেসবুকে একগুচ্ছ ছবি পোস্ট করে দেশ ছাড়ার বিষয়টি জানিয়েছেন। যদিও এই সফরের উদ্দেশ্য নিয়ে স্পষ্ট করে কিছু জানায়নি।

গণমাধ্যমকে অভিনেত্রী মাহিয়া বলেন, ‘ভিসা পাওয়ার পর আর আসা হয়নি যুক্তরাষ্ট্রে, তাই এবার একটু সময় বের করে এলাম। বাচ্চা তো দেশে আছে, ঘুরে ফিরে যাব।’ওই পোস্টে অভিনেত্রী লিখেছেন, ‘ঠিক আছে, ধন্যবাদ, বিদায়।’

সংবাদটি শেয়ার করুন....