
বরিশাল প্রতিনিধি:পারভেজ,
বরিশালের চকবাজারস্থ শ্রী শ্রী মদনমোহন জিউর আখরা মন্দিরে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনায় এক আন্তধর্মীয় প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।
উক্ত আয়োজনে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক বিশ্বজিৎ বসু (সুজন) এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বরিশাল জেলা ছাত্রদলের অনিক দেবোনাথ।
প্রার্থনা সভায় উপস্থিত হয়ে আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ মন্দিরের ভক্তবৃন্দের সাথে নিচে বসে তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পর্যবেক্ষণ করেন এবং মতবিনিময় করেন।
এসময় তিনি বলেন—
“ধর্ম-বর্ণ আগে নয়, আমাদের প্রথম পরিচয় আমরা মানুষ।
আপনারা আমাদের ভাই, বন্ধু, বোন। ধর্ম যার যার, কিন্তু মানবতা সবার আগে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য আপনারা দোয়া করবেন।”
পরে বক্তব্য রাখতে গিয়ে সভাপতি বিশ্বজিৎ বসু (সুজন) বলেন—
“রহমাতুল্লাহ ভাই কোনো নির্দিষ্ট ধর্মের নেতা নন, তিনি সবার নেতা। আমরা তার কাছ থেকে প্রতিদিনই কিছু না কিছু শিখি। তিনি নেতা নয়, আমাদের শিক্ষকসম মানুষ।”
ধর্মগুরু পুরোহিত মাধব ব্যানার্জি আহ্বান জানিয়ে বলেন:-“সকলেই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করুন। রোগমুক্তি সৃষ্টিকর্তার হাতেই।”
অনুষ্ঠান শেষে উপস্থিত সবাইর সাথে কুশল বিনিময় করেন আবু নাসের মুহাম্মাদ রহমাতুল্লাহ এবং মিষ্টি গ্রহণের মধ্য দিয়ে প্রার্থনা সভার সমাপ্তি হয়।