
নিজস্ব প্রতিবেদক,
দীর্ঘ ১৭ বছরের নির্বাসন কাটিয়ে অবশেষে প্রিয় স্বদেশে ফিরে লাখো জনতার সামনে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ৩০০ ফিট সড়কে আয়োজিত এক বিশাল গণসংবর্ধনায় অংশ নিয়ে তিনি দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানান। বক্তব্যের শুরুতেই তিনি হুশিয়ারি দিয়ে বলেন, আধিপত্যবাদী শক্তির গুপ্তচরেরা এখনো বিভিন্নভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, তাই আমাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে।
বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে যখন তারেক রহমান মঞ্চে ওঠেন, তখন পুরো এলাকা স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে। হাত নেড়ে নেতাকর্মীদের অভিবাদনের জবাব দিয়ে তিনি বলেন, আমাদের ধৈর্যশীল হতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মের ওপরই আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার ও গড়ে তোলার ভার ন্যাস্ত। এই সুন্দর বাংলাদেশ গড়ার দায়িত্ব তোমাদেরই গ্রহণ করতে হবে।
তারেক রহমান তার বক্তব্যে একটি নিরাপদ বাংলাদেশ গড়ার স্বপ্ন তুলে ধরেন। তিনি বলেন, আমরা এমন এক দেশ চাই যেখানে পাহাড়, সমতল, মুসলিম, হিন্দু, বৌদ্ধ বা খ্রিষ্টান—সবাই সমান অধিকারে বসবাস করবে। আমাদের লক্ষ্য এমন এক নিরাপদ পরিবেশ নিশ্চিত করা, যেখানে নারী, পুরুষ বা শিশু নির্বিশেষে সবাই নির্ভয়ে ঘর থেকে বের হতে পারবে এবং নিরাপদে ফিরতে পারবে।